স্টাফ রিপোর্টার : ৮ কোম্পানির শেয়ার লেনদেন ২৩ নভেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল, সায়হাম কটন, মেট্রো স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে রবিবার। রেকর্ড ডেটের পর আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।