স্টাফ রিপোর্টার : পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। সভায় ৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিগুলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
পর্ষদের সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হচ্ছে :
কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড : আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে সভা। এর আগে গত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪২ পয়সা।
বিএসআরএম স্টিল লিমিটেড : আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে সভা। এর আগে গত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৮ পয়সা।
ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড : সভা আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে । এর আগে গত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৩ পয়সা।