স্টাফ রিপোর্টার : গত বছর থেকে এ বছর ২.৪৫ টাকা ইপিএস বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের । গত ৬ মাসে(জুলাই১৫- ডিসেম্বর১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের বছর কোম্পানিটি একই সময়ে আয় করেছিল ৩ টাকা ৪৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়াও গত ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের(অক্টোবর১৫-ডিসেম্বর১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য বেড়িয়ে আসে।
উল্লেখ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড গত ২৭ জানুয়ারি বুধবার থেকে পুঁজিবাজারে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।