স্টাফ রিপোর্টার : দুই মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি। সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর-৩০ সেপ্টেম্বর-৩০ জুন সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে সোমবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ফান্ডগুলো হচ্ছে :
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।