স্টাফ রিপোর্টার : রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড তার প্রতিটি শেয়ারের দর ধরে রাখতে পারেনি। কোম্পানিটি ১৫ টাকা প্রিমিয়াম এবং ১০ টাকা শেয়ারের অভিহিত মূল্য মিলে ২৫ টাকায় আইপিওতে আসে। প্রথম লেনদেনে .৫০ টাকা বাড়লেও এরপরে অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে কোম্পানিটির শেয়ার দর।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার ১১টা ৪৩ মিনিট পর্যন্ত ১৮ টাকা ৯০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়। এ সময় পর্যন্ত কোম্পানিটির ৯ হাজার ৫১১টি শেয়ার ৮৭ বারে লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২৫টাকা মূল্য নিয়ে আইপিওতে আসা কোম্পানিটির শেয়ার দর প্রথম দিনে .৫০পয়সা বৃদ্ধি পায়। কিন্তু এরপর আর বৃদ্ধি পায়নি, পালে হাওয়া লেগে নামতে থাকে।
কোম্পানিটির শেয়ার দর ৭টাকা ৯০ পয়সা কমে বৃহস্পতিবার দুপুরে ১৮টাকা ৯০পয়সায় লেনদেন হচ্ছে। যা বিস্ময়!
এদিকে গতকাল বুধবার কোম্পানিটির ক্লোজিং প্রাইজ ছিল ১৯ টাকা ১পয়সা।
পেছনের খবর : রিজেন্ট টেক্সটাইলের ইপিএস কমেছে, সোমবার লেনদেন
good sec