স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (২২ ফেব্রুয়ারি) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১২৫ বারে ১ লাখ ২১ হাজার ১৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫.০৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ এক হাজার ২১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৫৩৭ বারে ১ লাখ ৭৬ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ২৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির দর ৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ হাজার ৩৬০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : গোল্ডেন সন, আরডি ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, এম.আই সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।