পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃলেনদেন শুরু ডিসেম্বরে
- মোবাইল ব্যাংকিং নীতিমালা জারি
- বাংলাদেশ এয়ারলাইন্স : তিনটি বিমান ক্রয়ের চুক্তি বুধবার
- ৫টি প্রতিষ্ঠানের সোমবার আর্থিক চিত্র প্রকাশ
- ৩টি ব্যাংকের সোমবার আর্থিক প্রতিবেদন প্রকাশ
- মুনাফা কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের, বেড়েছে ব্যাংক এশিয়ার
- ন্যাশনাল লাইফের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মা ও কাট্টালি টেক্সটাইলের আইপিও বিধিসম্মত
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
ডাউন ট্রেন্ডে থাকা বাজারে আজ দিন শেষে পূর্ণ শক্তি নিয়ে বুলিশ ক্যান্ডেলে সাপোর্ট লেবেল থেকে সূচকের বাউন্স বেক নিশ্চিত হয়। আজ সকাল থেকেই বাজারে ভাল বাই পেশার লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে তা আরও শক্তিশালী হলে দিন শেষে সূচকে বুলিশ ক্যান্ডেল দেখা যায়।
BBSCABLES এর উল্লেখযোগ্য লেনদেন , মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় BBSCABLES উল্লেখযোগ্য লেনদেন ( 30 TRADES ) মোট লেনদেন হয়েছে 5880000 TK.
বাই পেশারে বুলিশ অবস্থায় অবস্থান করছে সূচক , মার্কেট নিউজ টুইটস : ১২.৪০ মিনিট
এই মুহূর্তে বাই পেশারে বুলিশ অবস্থায় অবস্থান করছে সূচক।
এক ঘণ্টায় ২৪৬ কোটি টাকার লেনদেন , মার্কেট নিউজ টুইটস : ১১.৩০ মিনিট
আজ এক ঘণ্টায় ২৪৬ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
সূচকের মান ধরে রাখার চেষ্টা থাকতে পারে , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
ক্রমাগত হারে সেল পেশারের ফলে একের পর এক সাপোর্ট লেবেল ভাঙতে থাকা সূচকে আজ এর মান ধরে রাখার চেষ্টা থাকতে পারে। সেল পেশার রোধ করতে বাইয়ার সাইড আজকে সচেষ্ট থাকতে পারে।