স্টাফ রিপোর্টার : সিলেটের মদিনা মার্কেটে অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কোম্পানির অফিস স্পেস কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ট্রাস্ট ব্যাংক সিলেটের মদিনা মার্কেট ব্রাঞ্চে আকতার সিটি শপিং মলে ২৫৬৪ বর্গফুট অফিস স্পেস কিনবে। পাশাপাশি পার্কিংয়ের জন্য ২০০ বর্গফুট জায়গাও থাকবে।

এই জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ মোট ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।
প্রসঙ্গত, রেগুলেটরি অর্থরিটির অনুমোদন নিয়ে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ জমি কিনতে পারবে।