স্টাফ রিপোর্টার : গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১ লিমিটেড। গত সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহে ইউনিটটি গড়ে প্রতিদিন ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড লিমিটেড। গত সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর কমেছে ২১ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৬০০ টাকার ইউনিট লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে ১৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে কোম্পানিটি।
লুজারের তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড লিমিটেড। সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে ফান্ডটি ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে।
লুজারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড লিমিটেড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, হামিদ ফেব্রিক্স লিমিটেড।