স্টাফ রিপোর্টার : ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে রোববার (৩ জানুয়াারি) এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইবনে সিনার নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।

সহযোগী কোম্পানিতে সম্পূর্ণভাবে ইবনে সিনা বিনিয়োগ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।
এদিকে ইবনে সিনার পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা নির্ধারণ করেছে।