স্টাফ রিপোর্টার : দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে আইটি খাতের নতুন কোম্পানি ইজেনারেশন লিমিটেডের ইউনিফর্ম ও ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএসই) শেয়ারিং নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, সিনিয়র ম্যানেজার (ডিএসই), মোহাম্মদ মোরশেদ আলম, ম্যানেজার (সিএসই) এবং মোঃ মাজহারুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা (ইজেনারেশন লিমিটেড)। এ সময় তারা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ত্রিপার্টিট চুক্তিটিতে স্বাক্ষর করেন ।
এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন- শামিম আহসান, ব্যবস্থাপনা পরিচালক (ইজেনারেশন লিমিটেড) এবং ডিএসইর প্রধান অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।