স্টাফ রিপোর্টার : বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২ মার্চ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে সোমবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ জানিয়েছে কোম্পানিটি।

তথ্য মতে, সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।