স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত জিএসপি ফিন্যান্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছে সিডিবিএল।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে ৫ অক্টোবর (সোমবার) বিও হিসাবে পাঠিয়েছে।
প্রসঙ্গত , ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।