স্টাফ রিপোর্টার : নভেল করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলায় সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন কার্যকর করেছে সরকার। লকডাউন চলাকালীন জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে। জরুরি সেবার আওতায় থাকছে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও।
রবিবার সরকারের পক্ষ থেকে লকডাউন চলাকালে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রজ্ঞাপন জারির পর এর আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি লেনদেনের সময়সীমা কমিয়ে এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
পরিবর্তিত সময়সীমা অনুযায়ী ব্যাংকের লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। ব্যাংক লেনদেনের সঙ্গে সংগতি রেখে পুঁজিবাজারের সময়সীমা নির্ধারণ হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। তবে ডিএসইর অফিসের সময়সীমা সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে ডিএসই জানায়।
অন্যদিকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।