স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করতে সোমবার বিকালে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইতে ‘রিং দ্য বেল ফিন্যান্সিয়াল লিটারেসি’ উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি। এছাড়া ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে প্রেজেন্টেশন দেন ডিএসইর মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।
অনুষ্ঠানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। আরো উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক ওয়ালিউল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, ডিএসইর সাবেক প্রেসিডেন্ট এবং ডিবিএর সভাপতি মোহাম্মদ শাকিল রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা বলেন, বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারে শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারী সৃষ্টি সম্ভব নয়।