স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে রবি আজিয়াটা ও জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারে।
এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য প্রকাশ করেছে।
তথ্য মতে, এদিন বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত রবিব স্ক্রিনে ৯৩ লাখ ৪৪ হাজার ১০৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এর আগের দিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৩৯ টাকা ৪০ পয়সা।
এদিকে একই সময়ে জিবিবি পাওয়ারের স্ক্রিনে ৩ লাখ ৭ হাজার ৮৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এর আগের দিন এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা।