স্টাফ রিপোর্টার : প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড হিসাব বছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি ২৮ পয়সা লোকসান করার পর দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে। অক্টোবর-ডিসেম্বর (দ্বিতীয়) প্রান্তিকে দেশবন্ধু পলিমারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২৩ পয়সা।
এদিকে প্রথম প্রান্তিকের লোকসানের জেরে গেল অর্ধবার্ষিকীতে কোম্পানিটি মুনাফা দেখাতে পারেনি। জুলাই-ডিসেম্বর সময়ে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা, এক বছর আগে যেখানে ইপিএস ছিল ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির অনিরীক্ষিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫১ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় দেশবন্ধু পলিমার। এতে স্টক এক্সচেঞ্জে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসে কোম্পানিটি। গেল হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ২ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪১ পয়সা। ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ কোম্পানি। সেসময় এর ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
ডিএসইতে বৃহস্পতিবার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সায় দেশবন্ধু পলিমারের শেয়ার হাতবদল হয়।