মোহাম্মাদ মুশফিকুর রহমান : ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ছয় মিউচুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় আইসিবির ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ৯০.৩২ টাকা এবং বাজারমূল্য অনুসারে ৩৯৫.১২ টাকা, চতুর্থটির ক্রয়মূল্য অনুসারে ৮৪.০৩ আর বাজারমূল্য অনুসারে ২৪৯.১৯ টাকা।
পঞ্চমটির ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ৬৭.৬২ আর বাজার মূল্য অনুসারে ২২৯.০৩ টাকা, ষষ্ঠটির ক্রয়মূল্য অনুসারে ২৯.১৭ আর বাজারমূল্য অনুসারে ৪৯.৮১ টাকা, সপ্তমটির ক্রয়মূল্য অনুসারে ৪৫.৪৯ আর বাজারমূল্য অনুসারে ৯৮.১০ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ৩৭.২৩ টাকা আর বাজারমূল্য অনুসারে ৬০.১৩ টাকা।
অনান্য বাকী মিউচ্যুয়াল ফান্ডগুলোর নেট এসেট ভ্যালু (এনএভি), ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখের হিসাব অনুযায়ী নিম্নরূপ