স্টাফ রিপোর্টার : মাইডাস ফিন্যান্স লিমিটেডের ১০তম বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু জানিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে মঙ্গলবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য মতে, কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে ইজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতির জন্য বিশেষ ভেন্যু এবং ওয়েব লিংকের ব্যবস্থা করেছে। কোম্পানিটির ইজিএম মাইডাস কনভেনশন সেন্টার, মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ৩০ মার্চ, সকাল ১০টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।