সিনিয়র রিপোর্টার : বছরজুড়েই চলেছে মন্দা পুঁজিবাজার। খুব অল্প সময় বাজার স্থিতিশীলতার আভাস দেখা গেলেও সন্তোস মেলেনি বিনিয়োগকারীদের। তারপরেও অক্টোবর মাসে নতুন করে ১০ হাজার বিনিয়োগকারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও হিসাব) খুলেছেন।
শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মঙ্গলবার এ তথ্য জানায়।
সিডিবিএলটির তথ্য মতে, গত ৬ অক্টোবর বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৬২ হাজার। সেখান থেকে ১০ হাজার বিও বেড়ে মঙ্গলবার (৫ নভেম্বর) দাঁড়িয়েছে ২৫ লাখ ৭২ হাজার ৫৬৮টিতে।
এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও সংখ্যা ১৮ লাখ ৭৪ হাজার ৪৮৩টি। নারী বিনিয়োগকারীদের সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ৩৯টি। এছাড়াও অমনিবাস ও কোম্পানির বিও হিসাব রয়েছে ১৩ লাখ ৪৬টি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোম্পানির আইপিওতে আবেদনে অংশগ্রহণ এবং ফোর্স সেল কমার পাশাপাশি শেয়ারের দাম যৌক্তিক মূল্যের চেয়ে কমে যাওয়ায় এখন পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশায় নতুন করে বিনিয়োগ করছে বিনিয়োগকারীরা।