স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বেলা ১২টা ০৪ মিনিট পর্যন্ত অ্যাক্টিভ ফাইন লিমিটেডের স্ক্রিনে ১ লাখ ৮৪ হাজার ২৬৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সোমবার এ কোম্পানির শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ১৭ টাকা ৬ পয়সা।
এদিকে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। কোম্পানিটি ২০১৮ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।