স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজার বা শেয়ার দর কমার শীর্ষে রয়েছে তুং- হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
ডিএসইর ওয়েবসাইটে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এক দিনে কোম্পানিটির শেয়ার ১০ পয়সা কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাইডেলবারগ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৪৬ টাকা ২০ পয়সা। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা কমেছে।
টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : ইউনিলিভার কনজুমার, ড্যাফোডিল কম্পিউটার, রেকিট বেনকিজার, তাল্লু স্পিনিং, বিডি ল্যাম্পস, এ্যাসিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইলস ও নাভানা সিএনজি।