স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয় ৩১টি কোম্পানি।
এসব কোম্পানির ১৯ কোটি ৪১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে বলে ঢাকা স্টক একচেঞ্জ তথ্য প্রকাশ করে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৯৭ হাজার ৪২৬টি শেয়ার ৮২ বার হাতবদল হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৭৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে এসএস স্টিল। যা ৫টি ট্রেডে ১৯ লাখ ৯ হাজার ৯২৯টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৩১ হাজার ৫০০টি শেয়ার।