স্টাফ রিপোর্টার : সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয় ৪১টি কোম্পানি। এসব কোম্পানির ২৮ কোটি ১২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে রোববার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৮৯ লাখ ১ হাজার ৮৯২টি শেয়ার ৮৭ বার হাতবদল হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৪১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে এসএস স্টিল লিমিটেড। যা ১৯টি ট্রেডে ৪৯ লাখ ৩৮ হাজারটি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২ হাজার ৭টি শেয়ার।