স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয় ২৬টি কোম্পানি।
এসব কোম্পানির ৩০ কোটি ৭৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৯৮৭টি শেয়ার ৬৭ বার হাতবদল হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ১৩ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে এস এস স্টিল লিমিটেড। যা ১৮টি ট্রেডে ৬৮ লাখ ৩৭ হাজার ৭০০টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে এমএল ডাইং লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১০ হাজার ৪০০টি শেয়ার।