স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বা টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছ মেঘনা কনডেন্স মিল্ক।
যা আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৫০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১১.৩০ টাকায়।
এছাড়াও টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইএফসির ৯.৪৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.০৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৯২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৮৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৮.৫৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮.৫১ শতাংশ, বে লিজিংয়ের ৮.১৫ শতাংশ, গোল্ডেন সনের ৭.৮১ শতাংশ এবং এসএস স্টিলের শেয়ার দর ৭.৭৫ শতাংশ কমেছে।