স্টাফ রিপোর্টার : প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার ক্যাবলস বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) এর প্রজেক্টে সরবরাহ করবে। বিআরইবির কাছ থেকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ)’ পেয়েছে বিবিএস ক্যাবলস।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটি চারটি বিভাগে (রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল) ডিস্ট্রিবিউশন নেটোয়ার্ক এক্সপ্যানশন ফর ১০০% রুরাল ইলেক্ট্রিফিকেশন প্রোজেক্টে মোট ২৩ হাজার ২০ কিলোমিটার তার সরবরাহ করবে। যার বাজার মূল্য হবে ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকা।
উল্লেখ্য, এনওএ চুক্তি স্বাক্ষরের ২৮ দিনের মধ্যে কার্যকর হবে ও প্রোডাক্ট ডেলিভারি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পূর্ণ হবে।