স্টাফ রিপোর্টার : এইচ.আর টেক্সটাইল সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে রোববার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য মতে, বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আর ফোলিও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কোম্পানির শেয়ার অফিসে বিতরণ করা হবে।
এছাড়া ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৩ ফেব্রুয়ারির পর পাঠানো হবে বলে কোম্পানি সুত্রটি জানায়।
উল্লেখ্য, সমাপ্ত হিসাববছরে (২০২০, ৩০ জুন) এইচ.আর টেক্সটাইল ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।