স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আগামী ১০ অক্টোবর, শনিবার ওয়েবিনারের আয়োজন করেছে। ‘টেকনোলজি টু প্রটেক্ট এন্ড অ্যাসিস্ট ভিজিটর ইন দ্য ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক ওয়েবিনার সকাল ১১টায় জুম ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে।
বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হলেন- ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট জসিম উদ্দিন আকন্দ, ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসাইনসহ অনেকে।