স্টাফ রিপোর্টার : ফাস ফাইন্যান্সের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির আয় বিস্ময়করভাবে কমেছে। কোম্পানির প্রতিবেদন প্রকাশ করলে বৃহস্পতিবার এই তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির জানুয়ারি থেকে জুন ছয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। সে হিসেবে কোম্পানির আয় কমেছে ৫১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ৭৭ পয়সা।