স্টাফ রিপোর্টার : পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় রবিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা। আর শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর এবং রেকর্ড ডেট আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।