স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার থেকে বন্ড ছেড়ে পাঁচশত কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি নন-করভারটেবল বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই অর্থ সংগ্রহ করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড।
শনিবার (২৪ অক্টোবর) ব্যাংকের অনুষ্ঠিত ২২৮ তম পর্ষদ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কোম্পানি জানায়, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৭ বছরের জন্য বন্ডটি ইস্যু করা হবে। ব্যাংকটি মূলধন বৃদ্ধি (টায়ার-টু) ব্যাসেল থ্রি শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যু করা হবে। তবে সবকিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।