সিনিয়র রিপোর্টার : ন্যাশনাল পলিমার কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন ২৪ জানুয়ারি শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত। অভিহিত ১০ মূল্য টাকা ও ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫ টি ইস্যু করবে কোম্পানিটি।
শেয়ারপ্রতি ১৫ টাকা মূল্যে ৫৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকা গ্রহণ করবে ন্যাশনাল পলিমার। বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে আর একটি শেয়ার বা ১:১ পদ্ধতিতে রাইট শেয়ার প্রদান করা হবে।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৫ ডিসেম্বর রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।
উৎপাদন সক্ষমতা বাড়াতে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানী, মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধে উত্তোলিত অর্থ ব্যয় করা হবে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকা এবং মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।
উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।