স্টাফ রিপোর্টার : বস্ত্রখাতে তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিংসের পরিচালনা পর্ষদের বোর্ড সভা শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য প্রকাশ করেছে।
তথ্য মতে, ১৬ জানুয়ারি, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিতব্য সভায় (৩১ ডিসেম্বর, ২০২০) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
এর আগে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৪৫ টাকা।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩১ টাকা।
আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ০.৮৪ টাকা। যা আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৬৬ টাকা।