স্টাফ রিপোর্টার : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান। একই সঙ্গে এন কে এ মবিন ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।
অনলাইন মাধ্যমে মঙ্গলবার ডিসিসিআইয়ের ৫৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য রিজওয়ান রাহমানের নেতৃত্ব নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হয়। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালকেরা হলেন— গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ্ ও নাসিরউদ্দিন এ ফেরদৌস।