স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (২২ ফেব্রুয়ারি) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমেছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনও কমে তলানিতে নেমেছে।
সোমবার টাকার পরিমাণে ৪৬৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত বছরের ২২ নভেম্বর ডিএসইতে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে আগের দিন থেকে ২২৭ কোটি ৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমেছে।
সোমবার ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির।