স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
এদিন টাকার পরিমাণে এক হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ২০২ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ টাকার।

এছাড়া ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৪ পয়েন্টে।
আর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৯৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ২৭৩ পয়েন্ট।
উল্লেখ্য, রোববার ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।