স্টাফ রিপোর্টার : নতুন বছরের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেন ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
তবে সব ধরনের সূচক ছিল নিম্নমুখী। সেই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইএক্স এর ঘরে এর আগে এর চেয়ে বেশি পয়েন্ট ছিল ২০১৯ সালের ১৩ মার্চ। সেদিন সূচক ছিল ৫ হাজার ৬৫৩ দশমিক ২২ পয়েন্টে।
বাজারে এদিন ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা।
এর আগে, ২০২০ সালের ২৮ জুন ঢাকার পুঁজিবাজারে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকা লেনেদেন হয়েছিল।
তার চেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর। সেদিন ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল ঢাকার বাজারে।
উল্লেখ্য, মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।