স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪২.২৬ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে; যা প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির।
এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল ডিএসই প্রধান মূল্য সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৭৯.৪১ পয়েন্ট। এই হিসাবে সূচকটি ২ বছর ৯ মাস বা প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
এদিন ডিএইতে টাকার অংকে লেনদেনও প্রায় ২ হাজার কোটি টাকার কাছাকাছি অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এছাড়া টাকার পরিমাণে এক হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৩০৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
এর আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬১.২৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৭১.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫.২৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৩২২ পয়েন্ট।
উল্লেখ্য, ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির।