স্টাফ রিপোর্টার : করোনার টিকা প্রয়োগের জন্য জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনছে সরকার।
২১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটিকে একটি কার্যাদেশ দিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
তথ্য মতে, পাঁচটি ধাপে এসব সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি।
এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন তারিখে বাকী সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।
এছাড়া আরো জানা যায়, জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে। কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।