স্টাফ রিপোর্টার : বিদায়ী বছরে জনতা ব্যাংকের সর্বোচ্চ রফতানিকারক ও সেরা গ্রাহক হয়েছে বেক্সিমকো লিমিটেড।
৬ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৬৪৮তম সভায় বেক্সিমকোকে সর্বোচ্চ রফতানিকারক ও সেরা গ্রাহকের সম্মাননা জানানোর সিদ্ধান্তও গৃহীত হয়।
এর আগে, ১০ জানুয়ারি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২০ সালে ব্যাংকের হিসাব অনুযায়ী বেক্সিমকো লিমিটেডের রফতানির পরিমাণ ছিল ২৩২৬.৫৪ কোটি টাকা। ওই গ্রুপের সর্বমোট রফতানির পরিমাণ ছিল ৪৭১৩.৯১ কোটি টাকা।
একই সময় গ্রুপের পুনঃতফসিলি ঋণের কিস্তির পরিমাণ ছিল ৪২৬.৬১ কোটি টাকা। আর গ্রুপ থেকে ব্যাংকের সর্বমোট আয়ের পরিমাণ ছিল ৪৮৩.৯২ কোটি টাকা।
উল্লেখ্য, এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে বেক্সিমকোকে সর্বোচ্চ রফতানির ট্রফি ও সেরা গ্রাহকের সম্মাননা জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।