স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
এদিন ইউনিট দর বেড়ে বা টপটেন গেইনারের শীর্ষে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এর আগের ইউনিটটির ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১০.৮০ টাকায়।
এছাড়া টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৯৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.২২ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯৬ শতাংশ, এমজেএলবিডির ৩.৯০ শতাংশ, সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ, রেকিট বেনকিজারের ৩.৪৪ শতাংশ, ওয়ালটনের ৩.৪৩ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ৩.১৭ শতাংশ বেড়েছে।