স্টাফ রিপোর্টার : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একইসাথে উদ্যোক্তা-পরিচালকদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার, ২৪ অক্টোবর কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
কোম্পানির তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ টাকা ১০ পয়সা। বেসিক ইপিএস ২৪ টাকা ২১ পয়সা।
৩০ জুন ২০২০ পর্যন্ত প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।