স্টাফ রিপোর্টার : ক্লোজ-ইনডেড ফান্ড থেকে এবার ওপেন-ইনডেড ফান্ডে রূপান্তর হচ্ছে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ট্রাস্টি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ওপেন-ইনডেড ফান্ডে রূপান্তরের বিষয়টি অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট সূত্রে সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামাী ১৬-১৭ মে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। ইউনিট হোল্ডারদের মিটিং আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। মিটিংয়ের সময় এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে। সেই সঙ্গে সভায় নূন্যতম ৭৫ শতাংশ ইউনিটহোল্ডার উপস্থিত থাকতে হবে। অন্যথায় ফান্ডটি লিকুয়েডেটেড হয়ে যাবে।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১১ সালের ১৬ মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ফান্ডের আকার ছিল ৯০ কোটি ৭০ লাখ টাকা। এখন পর্যন্ত এটিপ্রায় ৮৯ কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করেছে। বর্তমানে বাজারমূল্যে ফান্ডের সম্পদ মূল্য ১৩৭ কোটি টাকা।