স্টাফ রিপোর্টার : ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড মূলবাজার থেকে সরিয়ে ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোম্পানির শেয়ার লেনদেন ওটিসিতে করতে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিনিয়োকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ক্ষমতাবলে বিএসইসি এ সিদ্ধান্ত নেয়।
২০১০ সালে আইপিওতে আসা ইউনাইটেডের বিমান উড্ডয়ন বা বাণিজ্যিক কার্যক্রম ২০১৬ সালের ৫ মার্চ অনিবার্য কারণবশত বন্ধ করা হয়।