স্টাফ রিপোর্টার : এমবি ফার্মাসিউটিক্যালস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় কমে হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা গত বছরের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ৫৯ শতাংশ কম। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ৩ টাকা ৪৪ পয়সা।
কোম্পানি সূত্রে বুধবার জানা গেছে, সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৪৪ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৫ টাকা ৬৮ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।
কোম্পানিটি জানায়, গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা ৪৮ লাখ ৯৬ হাজার ৯৬৫ টাকা কমার কারণে ইপিএস কমেছে। আগের বছর কোম্পানিটির ইনকাম ট্যাক্স ছিল ৫৫ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা এবং ডাব্লিওপিপিএফ ফান্ডের ওপর সুদ ছিল ৯ লাখ ৪০ হাজার ৬৭২ টাকা। যা আগের বছরের ব্যয় হিসাবে চার্জ করা হয়েছিল। আর এই কারণে কোম্পানিটির ইপিএস কমেছে।
এদিকে কোম্পানিটির এনওসিএফপিএস আগের বছরের তুলনায় ৮ টাকা ৬৬ পয়সা বেড়েছে। কোম্পানিটির বিক্রয় কালেকশন ৩.০৫ শতাংশ বাড়ার কারণে এনওসিএফপিএস বেড়েছে। গত বছরের তুলনায় এই বছরে বিক্রয়ের চেয়ে অপারেটিংয়ের ব্যয় ১.০৭ শতাংশ বেশি।