সিনিয়র রিপোর্টার : এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন বা সাবসক্রিপশনের তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি আইপিও আবেদন শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে মঙ্গলবার ব্যাংকের কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ব্যাংকের কর্তৃপক্ষ জানায়, আইপিও আবেদনের তারিখ ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে। তারপরে বিএসইসির অনুমোদন সাপেক্ষে তারিখ চূড়ান্ত হবে বলে জানানো হয়।
এনআরবিসি ব্যাংক ৩১ তম ব্যাংক হিসেবে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর ব্যাংকিং খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে গত ১৮ নভেম্বর আইপিও অনুমোদন দেয় বিএসইসি।