স্টাফ রিপোর্টার : এডিএন টেলিকম শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছর ছিল ২ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০১৯ তারিখে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২১ টাকা ৩ পয়সা। আগের বছর ছিল ১৮ টাকা ৮০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর এবং রেকর্ড ডেট আগামী ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
নিয়স্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে গত ১ অক্টোবর কনসেন্ট লেটার পায় কোম্পানিটি। আগামী ৪ নভেম্বর থেকে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের সময় শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওতে শেয়ারের ইস্যু মূল্য নির্ধারিত হয়েছে ২৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।