স্টাফ রিপোর্টার : ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড ৬০০ কোটি টাকার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে।
তথ্য মতে, সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় (৩১ ডিসেম্বর ২০২০) সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সহযোগী কোম্পানির ৯৯ শতাংশ শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটি সহযোগী এই প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে ৫৯৪ কোটি টাকা পাবে।