পুঁজিবাজার যেসব কার্যক্রম নিয়ে লেনদেন শুরু করতে যাচ্ছে
- ‘ইটিএফ কমাবে বিনিয়োগকারীদের ঝুঁকি’
- সিলভা ফার্মার আইপিও আবেদন রোববার থেকে
- বিদেশি বিনিয়োগ কেন কমছে
- নন-লিস্টেড ফান্ডে বিনিয়োগের সুযোগ পাবেন বিএসইসি কর্মকর্তারা
- বাংলাদেশে ওষুধের ব্যবসা বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন
- বিমানবন্দরের রানওয়ে হচ্ছে নদীতে!
- ‘বন্ড মার্কেটের বিকল্প নেই’
মার্কেট নিউজ টুইটস: ২.৩০ মিনিট
আবারও বেয়ারিশ ক্যান্ডেলে সাপোর্ট লাইন ব্রেক ডাউন করেছে সূচক। দিন শেষে ব্যাপক হারে সেল পেশারের দরুন এই ব্রেক ডাউন ঘটে।
IBNSINA এর উল্লেখযোগ্য লেনদেন , মার্কেট নিউজ টুইটস : ১.৩০ মিনিট
ঠিক ১.৩০ টায় IBNSINA উল্লেখযোগ্য লেনদেন ( 27 TRADES ) মোট লেনদেন হয়েছে 1370000 TK.
ব্যাপক উঠানামার মধ্যে চলছে বাজার , মার্কেট নিউজ টুইটস: ১২.৩০ মিনিট
ব্যাপক উঠানামার মধ্যে চলছে বাজার।
এক ঘণ্টায় ১৭৭ কোটি টাকার লেনদেন সম্পন্ন , মার্কেট নিউজ টুইটস : ১১.৩০ মিনিট
বাজারে আজ এক ঘণ্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা হয়েছে। এ সময় বাজারে বাই পেশারের সাথে সাথে সেল পেশার লক্ষ্য করা যায়। যে কারনে আজ সূচক পজেটিভে থাকলেও একি জায়গায় হতেই উঠানামা করছে।
আজ সাপোর্টের উপর ডোজি ক্যান্ডেল হতে পারে , মার্কেট নিউজ টুইটস : ১০.৩০ মিনিট
আজ বাজারে ব্যাপক উঠানামার পর সাপোর্টের উপর ডোজি ক্যান্ডেল হতে পারে।